করোনা সংক্রামন মোকাবেলায় ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি

প্রকাশিত: 05/04/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনা সংক্রামন মোকাবেলায় ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামন মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারন ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন রোববার দুপুরে  সরকারি এ সিদ্ধান্তের কথা জানান।

এ বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, আগে ১১ তারিখ পর্যন্ত ছুটি ছিল। নতুন করে ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

১৪ এপ্রিল আগে থেকেই নির্বাহী আদেশে ছুটি ছিল, সেই ছুটিও এর সঙ্গে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ, নতুন করে ‘ছুটি’ বাড়ায় এখন তা বলবৎ থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত।

এসময় তিনি বলেন, জরুরি পরিসেবা বিশেষ করে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি ক্ষেত্রে সাধারণ ছুটির আদেশ প্রযোজ্য হবে না।

আরও পড়ুন

×