করোনাভাইরাস : ভয় পেলে চলবে না, সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 07/04/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনাভাইরাস : ভয় পেলে চলবে না, সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রীর

প্রাণঘাতী করোনা ভাইরাসে আমাদের ভয় পেলে চলবে না, সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে চট্রগ্রাম এবং সিলেট বিভাগের ১৫ টি জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের শুরুতে তিনি এ কথা জানান।

করোনা পরিস্থিতিতে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সাহসিকতার জন্য পুরস্কৃত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা কাজ করে যাচ্ছেন, তাদের জন্য পুরস্কার হিসেবে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে।

করোনার এমন পরিস্থিতিতেও যারা কাজ করতে শর্ত দিচ্ছেন, তাদের কাজ করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি হাসপাতালে চিকিৎসা না পাওয়া সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটা খুব দুঃখজনক। মানুষ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছে, চিকিৎসা পায়নি। চিকিৎসকরা কেন চিকিৎসা দেবে না, এটা খুব দুঃখজনক।

তি‌নি ব‌লেন, সরকার যথাযথ সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তাই বিশ্বব্যাপী করোনার যে বিস্তার, বাংলাদেশে তেমনটা নয়। আমাদের ভয় পেলে চলবে না। সতর্ক থাকতে হবে। এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই ঝড় বয়ে যাচ্ছে্।

সমাজের বিত্তবান মানুষদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আপনাদের প্রতিবেশীর খোঁজ রাখুন। তাদের দরকারে সাহায্য করুন।

আরও পড়ুন

×