করোনাভাইরাস : প্রতি জেলায় ৩টি করে গাড়ি প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: 08/04/2020

নিজেস্ব প্রতিবেদন

করোনাভাইরাস : প্রতি জেলায় ৩টি করে গাড়ি প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বর্তমান প্রেক্ষাপটে দেশের প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য ২ টি যানবাহন এবং করোনা রোগী পরিবহনের জন্য একটি করে যানবাহন প্রস্তত রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  

আজ বুধবার দেশের সব জেলা প্রশাসককে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্যমন্ত্রীর এ নির্দেশনা জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য কমপক্ষে দুটি যানবাহন ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখার জন্য মাননীয় মন্ত্রী নির্দেশ প্রদান করেছেন।

আরও পড়ুন

×