পদ্মাসেতুর ৪২০০ মিটার দৃশ্যমান

প্রকাশিত: 11/04/2020

নিজেস্ব প্রতিবেদন

পদ্মাসেতুর ৪২০০ মিটার দৃশ্যমান

আজ পদ্মাসেতুর ২৮ তম  স্প্যান বসানো হলো। এতে করে দৃশ্যমান হলো সেতুর ৪২০০ মিটার। এর মধ্য দিয়ে সেতুটির আরেক ধাপ নির্মাণকাজ এগিয়ে গেলো।

শনিবার সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের উপর স্প্যান বসানোর কার্যক্রম শেষ হয়।

চলতি মাসেই ২৯তম স্প্যানও বসে যাওয়ার কথা রয়েছে। এ স্প্যানটি বসার পর বাকি থাকছে মাত্র ১৩টি স্প্যান। এখানে এখনো দেশি-বিদেশি প্রায় আড়াই হাজার কর্মী কাজ করছে। সংশোধিত সিডিউল অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে সব স্প্যান বসে যাওয়ার কথা আছে।

সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩৯টি স্প্যান এখন মাওয়ায়। যার ২৭টি স্প্যান খুঁটির ওপর বসে গেছে। অপর দুইটি স্প্যান চীন থেকে চলতি ২০ এপ্রিল রওনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

×