করোনাভাইরাস : ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

প্রকাশিত: 12/04/2020

নিজেস্ব প্রতিবেদন

করোনাভাইরাস : ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  যা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে। ক্ষুদ্র ও মাঝারি চাষিরা পাঁচ শতাংশ সুদে এ ঋণ নিতে পারবেন।

আজ রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রণোদনা ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে বিশ্বে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। আমাদের দেশেও অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে। সেসব কৃষকদের সহযোগিতা ও কৃষিখাতের ক্ষতি পুষিয়ে নিতে আমরা পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা দিচ্ছি।

আরও পড়ুন

×