লকডাউনের সময় বিদ্যুৎ-পানি ও গ্যাস বিল আদায় স্থগিতের আহ্বান

প্রকাশিত: 19/04/2020

নিজস্ব প্রতিবেদন

লকডাউনের সময় বিদ্যুৎ-পানি ও গ্যাস বিল আদায় স্থগিতের আহ্বান

সরকারের ঘোষিত সাধারণ ছুটি ও লকডাউনের সময় রাজধানীসহ সারা দেশে বিদ্যুৎ-পানি ও গ্যাস বিল আদায় স্থগিত এবং জরিমানা না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

গতকাল শনিবার দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।

খালেকুজ্জামান বলেন, সারা দেশে করোনার সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। সরকারের সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বহাল রয়েছে। এর সঙ্গে ‘সারাদেশ ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। অফিস, আদালত, দোকানপাট, রিকশা, ভ্যানসহ সবকিছু বন্ধ। মানুষ কর্ম ও রোজগারহীন হয়ে ঘরবন্দি রয়েছে।

এ সময় তিনি, করোনা সংক্রমণের এই দুর্যোগে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল মওকুফ না করলেও অন্তত আগামী জুন পর্যন্ত সব বিল আদায় স্থগিত ও জরিমানা না করতে সরকারের প্রতি আহ্বান জানান

আরও পড়ুন

×