প্রকাশিত: 20/04/2020
গত ৯ এপ্রিল হোম কোয়ারেন্টাইন শেষে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির অবনতির কারণে তার সঙ্গে পরিবারের দু’একজন সদস্য ছাড়া আর কেউ দেখা করার সুযোগ পাচ্ছেন না।
নেতাকর্মীদের দেখা করার বিষয়ে নিষেধাজ্ঞা থাকছে আগের মতই। করোনা পরিস্থিতির উন্নতি হলে হয়তবা ঈদে পরে সীমিত পরিসরে দলের নেতাকর্মীদের সাক্ষাৎ করতে পারেন।
খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত একজন চিকিৎসক বলেন, ম্যাডাম অসুস্থ। তার চিকিৎসা জরুরি। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। কিন্তু সার্বিক পরিস্থিতি এমন যে, এখন এটি সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, পুত্রবধূ জোবাইদা রহমানের তত্ত্বাবধানে তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা চলছে। যেহেতু দীর্ঘদিন ধরে নানা জটিল সমস্যায় ভুগছেন তিনি। ভালো হতে সময় লাগবে।