ত্রাণ আত্মসাৎকারীদের ছাড় দেয়া হবে না : সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম

প্রকাশিত: 21/04/2020

নিজস্ব প্রতিবেদন

ত্রাণ আত্মসাৎকারীদের ছাড় দেয়া হবে না : সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে যেসব জনপ্রতিনিধি গরীব মানুষের জন্য সরকারের দেয়া ত্রাণ আত্বসাৎ করবে তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় রাজউক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কয়েকটি খাল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহামারি থেকে রক্ষা পেতে ঘরে থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় দেশের প্রান্তিক গরীব জনগোষ্ঠীর জন্য সরকার প্রদত্ত খাদ্য সহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্টন করা হচ্ছে। এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে যদি কোন অনিয়ম খুঁজে পাওয়া যায় তাহলে তাদেরকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, এসব অনিয়ম বা ত্রাণ আত্মসাতের সাথে জড়িত বেশ কিছু জনপ্রতিনিধিকে ইতোমধ্যে আমরা বহিস্কার করেছি, তবে শুধু বহিস্কার নয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ফোজদারি আইনে মামলার মুখোমুখিও করা হয়েছে।

আরও পড়ুন

×