করোনাভাইরাস মোকাবিলায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ছে ৫ মে পর্যন্ত

প্রকাশিত: 22/04/2020

নিজস্ব প্রতিবেদন

করোনাভাইরাস মোকাবিলায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ছে ৫ মে পর্যন্ত

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে গত মার্চ মাস থেকে পাঁচ দফায় সাধারণ ছুটি বাড়ল। আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।

করোনাভাইরাসের কারণে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এবার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পঞ্চম দফায় আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ল।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন,‘আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার গত ১৭ মার্চ থেকেই বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি গত ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে করোনাভাইরাস মহামারীর কারণে।

আরও পড়ুন

×