শিগগিরই আমরা করোনার এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসব : বনমন্ত্রী

প্রকাশিত: 05/05/2020

নিজেস্ব প্রতিবেদন

শিগগিরই আমরা করোনার এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসব : বনমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না ইনশাল্লাহ।

মন্ত্রী বলেন, বিভিন্ন বরাদ্দের পাশাপাশি সরকার নানাক্ষেত্রে প্রণোদনা ঘোষণা করেছে। সরকারি নির্দেশে প্রশাসন ও আওয়ীলীগের নেতাকর্মীরা দিনমজুর, হতদরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে।  ইনশাল্লাহ শিগগিরই আমরা করোনার এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসব।

দেশের মানুষের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের ভয়াল থাবায় গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশও এক কঠিন সময় পার করছে। এই অবস্থায় স্বাস্থ্যমন্ত্রণালয়ের নীতিমালা আর দিক নির্দেশনা মেনে সামাজিক-শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে।

সর্বোপরি বাসায় থাকতে হবে, অপ্রয়োজনে বাসা থেকে বের হওয়া যাবে না। নিজেকে, পরিবারকে ও দেশকে বাঁচাতে সবাইকে কিছুদিন হলেও এই কষ্ট মেনে নেবার আহ্বান জানান মন্ত্রী।

আরও পড়ুন

×