প্রকাশিত: 08/05/2020
আজ শুক্রবার সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের এই সংকটকালে বিভাদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও ভয়ংকর করে তুলবে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সকলের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতি করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।
শেখ হাসিনার নেতৃত্বে জাতি এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,এ লড়াইয়ে জিততে হবে। স্বাস্থ্য বিধি মেনে ধৈর্য ধরলে বিজয় হবেই ইনশাআল্লাহ।