বঙ্গবন্ধুর ঘাতকদের ফিরিয়ে দিতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রকাশিত: 14/05/2020

নিজস্ব প্রতিবেদন :

বঙ্গবন্ধুর ঘাতকদের ফিরিয়ে দিতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র ও কানাডা

বঙ্গবন্ধুর খুনি হিসেবে দন্ডিত রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার আহবানটি আমলেই নিলেন না যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার এবং বিশেষ সহকারি ম্যাথিউ পটিনজান।

অপর ঘাতক নূর চৌধুরীকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার ব্যাপারেও একই মনোভাব পোষণ করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঞ্চোয়েয-ফিলিপ স্যাম্পেন।

গত ১১ এবং ১৩ মে উপরোক্ত দুই কর্মকর্তার সাথে টেলিফোনে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। করোনাভাইরাস, রোহিঙ্গা ইস্যুসহ দ্বি-পাক্ষিক নানা ইস্যুতে কথা বলার সময় জাতির জনকের দুই ঘাতকের প্রসঙ্গ আনেন ড. মোমেন।

সে আলোকে সর্বোচ্চ আদালতের রায়ে উপরোক্ত দুই ঘাতককে মৃত্যুদণ্ড প্রদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে সোপর্দ করার আহবান জানিয়েছিলেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখনই সুযোগ হয় তখনই আমি বঙ্গবন্ধুর ঘাতকসহ একাত্তরের ঘাতকদের অবিলম্বে ফিরিয়ে দেয়ার আহবান রাখি মার্কিন প্রশাসনের কাছে।

উল্লেখ্য, রাশেদ চৌধুরী পালিয়ে রয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকোতে। অপরদিকে নূর চৌধুরী অবস্থান করছেন কানাডায়।

আরও পড়ুন

×