প্রকাশিত: 18/05/2020
জমি দখল ও হত্যাচেষ্টার অভিযোগে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে এ ঘটনায় একটি মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সকালে জামগড়ার কাঠালতলা এলাকা থেকে ওই শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করা হয়।
মামলার বাদি কামরুজ্জামান ও পুলিশ জানায়, আশুলিয়ার কাঠালতলা এলাকায় ৩৫ শতাংশ জমি ক্রয় করার পর থেকেই কামরুজ্জামান ভোগ দখল করে আসছে।সকালে আকবর মৃধা তার ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জমিতে নির্মাণ কাজ করে দখল করার চেষ্টা করে।
এসময় জমির মালিকের কেয়ারটেকার আবু তাহের বাধা দিলে শ্রমিক লীগ নেতার লোকজন তাকে পিটিয়ে জখম করে। এক পর্যায়ে ওই কেয়ারটেকারের গলা টিপে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।
পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে শ্রমিক লীগ নেতা হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এ ঘটনায় কামরুজ্জামান নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।