প্রকাশিত: 28/05/2020
বহু দলীয় গণ তন্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রুপকার, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বি এন পি'র প্রতিষ্ঠাতা,বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম এর আসছে ৩০ শে মে ২০২০ খ্রিষ্টীয় রোজ শনিবার ৩৯ তম মৃত্যু দিবস।
বর্তমান বাংলার দুর্যোগময় এই দিন গুলোতে,জিয়া তোমায় মনে পড়ে বারে বারে। বাংলাদেশের মানুষ কোনদিনই তোমায় ভুলবেনা। তুমি ছিলে, তুমি আছো এবং তুমি থাকবে আজীবন প্রতিটি মানুষের অন্তরে।
তাই আজো গাই তোমার প্রিয় সেই গান; প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ,জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ..।
হে দেশ প্রেমিক শহীদ জিয়া বাংলার বুকে তুমি চির অমর, চির অক্ষয়।