প্রকাশিত: 30/05/2020
স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এখন পদ্মাসেতু। দ্রুত গতীতে এগিয়ে চলছে এর নির্মাণকাজ। গাড়ি ও ট্রেনে চড়ে পদ্মা পাড়ি দেয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিবে দ্রুতই।
বৈশ্বিক মহামারি কেভিড-১৯ ভাইরাসের মধ্যে থেমে নেই পদ্মাসেতুর নির্মানের কাজ। এদিকে আজ শনিবার সকালে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর ২৬-২৭ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৩০ তম স্প্যান।
২৯ তম স্প্যান বসানোর ২৬ দিনের মাথায় আজ ৩০ তম স্প্যানটি বসানো হয়েছে।এ নিয়ে ৪ হাজার ৫০০ মিটার দীর্ঘ হলো পদ্মাসেতু। আর মাত্র ১১ টি স্প্যান বসলেই সম্পূর্ন ভাবে দেখা যাবে স্বপ্নের পদ্মাসেতু।
জানা যায়, আগামী বছরের জুনে পদ্মা সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। করোনাভাইরাসের কারণে কাজ বন্ধ হয়নি পদ্মা সেতুর। কিন্তু গতি কমেছিল। করোনার প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে স্প্যান নির্ধারিত সময়ের মধ্যে দেশে না আসায় কাজ বেশি বিলম্ব হচ্ছে।