করোনা পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা

প্রকাশিত: 03/06/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনা পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে জনগণের স্বাস্থ্য সচেতনা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ৫ টি নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা গুলো হলো:-

১. অফিস আদালত, দোকানপাট, ব‌্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্র স্বাস্থ‌্যবিধি মেনে চলা।

২. গণপরিবহনে চলাচলের সময় স্বাস্থ‌্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখা।

৩. জনসম্মুখে সব সময় মাস্ক পরিধান ও স্বাস্থ‌্যবিভাগের নির্দেশনা মেনে চলা।

৪. দলীয় নেতাকর্মীরা নিজেরা স্বাস্থ‌্যবিধি মেনে চলবেন এবং তা পালনের জন্য জনগণকে সচেতন করবেন।

৫. স্থানীয় জনপ্রতিনিধিদের করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনপ্রতিনিধিরা অঞ্চলভিত্তিক তদারকির মাধ‌্যমে সংক্রমণ রোধের পাশাপাশি স্বাস্থ‌্যসেবা নিশ্চিতকরণেও ভূমিকা রাখবেন। স্বাস্থ‌্যবিধি মেনে অসহায়-দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

আরও পড়ুন

×