মস্তিষ্কে অস্ত্রোপচার পর্যবেক্ষণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

প্রকাশিত: 06/06/2020

নিজস্ব প্রতিবেদন :

মস্তিষ্কে অস্ত্রোপচার পর্যবেক্ষণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

গতকাল ভোরে তিনি ব্রেইন স্ট্রোক করেন। পরে তার সফল অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, তার অস্ত্রোপচার সফল হয়েছে।

বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ নাসিমের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনি চিকিৎসক এবং নাসিমের  ছেলে তানভীর শাকিল জয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন।

এর আগে সোমবার সকালে করোনা উপসর্গ নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।

 মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় গতকাল জানান, এখন আব্বার অবস্থা ভালো না। করোনায় তিনি ভালোই হয়ে গিয়েছিলেন। কিন্তু ভোরে ব্রেইন স্ট্রোক করেছেন। বাবার জন্য সবার কাছে দোয়া চাইছি।

আরও পড়ুন

×