১১৮১ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন

প্রকাশিত: 07/06/2020

নিজস্ব প্রতিবেদন :

১১৮১ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন

সেনাসহ বিভিন্ন বাহিনীর গেজেটভুক্ত ১ হাজার ১৮১ সদস্যের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

তারা সবাই মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময়ে এসব বাহিনীতে যোগদানকালে নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে গেজেটভুক্ত হয়েছিলেন।

অথচ তাদের গেজেটভুক্তির কোনো নথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কাছে ছিল না। এজন্য রোববার তাদের গেজেট বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যুগান্তরকে বলেন, তাদের গেজেট বাতিলের বিষয়ে গত বছরই জামুকার সভায় নেয়া হয়েছিল।

আমরা সংশ্নিষ্ট বাহিনীগুলোকে চিঠি দিয়ে স্বাধীনতার পর যারা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়েছিল তাদের তালিকা পাঠাতে বলেছিলাম।

তাদের পাঠানোর তালিকার ভিত্তিতেই বিভিন্ন বাহিনীর ১ হাজার  ১৮১ জন সদস্যের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

×