প্রকাশিত: 08/06/2020
গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনার অ্যান্টিবডি কিটের কার্যাকারিতার ফল সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়ার সময় আরও পেছাল।
গণস্বাস্থ্যের করোনার অ্যান্টিবডি কিটের কার্যকারিতা সুষ্ঠুভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য আরও কিট চেয়ে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আজ সোমবার গণমাধ্যমকে বলেন, কিটের কার্যকারিতা পরীক্ষার বিশেষজ্ঞ কমিটির প্রধান অনুসন্ধানকারীর সঙ্গে আমার কথা হয়েছে।
তিনি জানিয়েছেন-কিটের কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষার কাজ প্রায় শেষ হয়েছে। সুষ্ঠুভাবে কাজটি শেষ করতে আরও কিছু কিটের প্রয়োজন। আগামী সপ্তাহের শুরুর দিকে প্রতিবেদন জমা দেয়া হতে পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের কিটের অ্যান্টিবডির কার্যকারিতার ফল পরীক্ষার কাজ করছেন। পরীক্ষার কাজ প্রায় শেষ দিকে।