প্রকাশিত: 09/06/2020
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১ সদস্য করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।করোনা মহামারি ভাইরাস সংক্রমণ রোধে মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তারা আক্রান্ত হন।
আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় আক্রান্তদের মধ্যে ৫৪ জন সুস্থ হয়েছেন। এছাড়া হোম কোয়ারেন্টিনে আছে ৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন একজন। বাকি ৭৮ সদস্যকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।