প্রকাশিত: 09/06/2020
বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশজুড়ে ৭ হাজারের ও বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
পুলিশ সদর দফতরের এক হিসাব অনুযায়ী, গত দুই দিনে সারা দেশে ৪০০ এরও বেশি পুলিশকর্মী কোভিড -১৯ এ সংক্রামিত হয়েছেন।
করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন থেকে ১ হাজার ৮৫০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, এখনও অবধি ৩ হাজারেরও বেশি সংক্রামিত পুলিশ সদস্য সুস্থ্য হয়ে উঠেছেন এবং তাদের মধ্যে অনেকেই আবার তাদের দায়িত্ব পালনে যোগদান করেছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জন পুলিশ সদস্য মারা গেছেন।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, পুলিশের মধ্যে সংক্রামিতদের সংখ্যা বাড়ছে কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদের সংস্পর্শে না এসে তাদের দায়িত্ব পালন করা বেশ কঠিন।