প্রকাশিত: 11/06/2020
বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন চট্রগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিনসহ তার পরিবারের আরও ১০ সদস্য।
গতকাল বুধবার রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্রগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। বুধবার রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
৯ই জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরের লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনই পজিটিভ।