করোনায় বিএনপির ৫৬ নেতাকর্মীর ‍মৃত্যু, আক্রান্ত ১২১

প্রকাশিত: 13/06/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনায় বিএনপির ৫৬ নেতাকর্মীর ‍মৃত্যু, আক্রান্ত ১২১

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানসহ দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়ে বিএনপির ৫৬ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ১২১ জন।

আজ শনিবার সকালে রাজধানীর উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, সারাদেশে যেসব বিএনপি নেতারা করোনায় আক্রান্ত এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাদের মধ্যে রাজশাহী বিভাগে আক্রান্ত ৫ জন, মৃত্যু নেই। চট্টগ্রাম বিভাগে আক্রান্ত ২৬ জন, মৃত্যু ১২ জন। কুমিল্লা বিভাগে আক্রান্ত ১৯ জন, মৃত্যু ১৩ জন।

ঢাকা বিভাগে আক্রান্ত ৪১ জন, মৃত্যু ২৭ জন। ময়মনসিংহে আক্রান্ত ১ জন, মৃত্যু ১ জন। খুলনায় আক্রান্ত ৭ জন, মৃত্যু নেই। সিলেটে আক্রান্ত ৮ জন, মৃত্যু ২ জন। ফরিদপুর বিভাগে আক্রান্ত ১৪ জন, মৃত্যু ১ জন।

এসময় তিনি আরও বলেন, করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে দেশের মানুষের পাশে দাড়াঁতে বিএনপি ও অঙ্গ সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের সার্বিক তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৫১ লাখ ৮১ হাজার ৩৬০ পরিবারের মধ্যে বিএনপি নেতাকর্মীরা খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

আরও পড়ুন

×