প্রকাশিত: 15/06/2020
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ১৬০ বাংলাদেশি প্রবাসী দেশে ফিরেছেন।
আজ সোমবার দুবাই থেকে স্থানীয় সময় ভোর ৪ টায় ১৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। এটি সকাল ১০টা ৫৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করে।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত তিনমাসের অধিক সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তারা দেশে ফিরতে পারছিল না।