প্রকাশিত: 17/06/2020
সংসদ সচিবালয়ে মঙ্গলবার পর্যন্ত ৯১ কর্মকর্তা-কর্মচারীর শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
বাজেট অধিবেশন কেন্দ্র করে সংসদে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের গত ২ জুন থেকে নমুনা পরীক্ষা শুরু হয়েছিল। ৮ জুন ওই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার পর্যন্ত ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসক সেখ মো. ইউনুস আলী বলেন, আক্রান্ত যাদের পাওয়া যাচ্ছে, তাদের বেশিরভাগেরই কোনো উপসর্গ নেই। শনাক্ত হওয়ার পর তারা বাসায় আইসোলেশনে যাচ্ছেন।
তিনি বলেন, আমরা তাদের পরামর্শ দিচ্ছি। রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।