প্রকাশিত: 20/06/2020
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আজ শনিবার তার করোনায় আক্রান্তের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাশরাফির মামা।
মাশরাফির মামা বলেন, কদিন ধরে জ্বরে ভুগছিলেন মাশরাফি। করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।
এর আগে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশ করা হয়েছে।