প্রকাশিত: 20/06/2020
কানাডা গেলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল শুক্রবার ভোররাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ট্রানজিট যাত্রী হিসেবে দোহার উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে রওনা করেন। সেখান থেকে কানাডা যাবেন বলে জানাগেছে।
মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবুল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। তার বড় ভাই অসুস্থ তাকে দেখতে গিয়েছেন।
রাজনৈতিক কর্মকাণ্ড ও করোনা পরিস্থিতির কারণে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছিলেন না হানিফ।তবে খুব শিগগির তিনি দেশে ফিরে আসবেন বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা। তবে কবে ফিরবেন, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।