সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে ১ হাজার শয্যার আইসোলেশন সেন্টার

প্রকাশিত: 22/06/2020

নিজস্ব প্রতিবেদন :

সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে ১ হাজার শয্যার আইসোলেশন সেন্টার

রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেটে ১ হাজার শয্যার একটি আইসোলেশন সেন্টার সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হবে।

ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম হাসপাতালের কর্মকাণ্ড তত্ত্বাবধান করবেন। সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল পদের কর্মকর্তা এ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইসোলেশন সেন্টারের সুব্যবস্থাপনা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী চিকিৎসক, স্বাস্থ্য সেবাকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তার সমন্বয়ে একটি কোর গ্রুপ নিয়োগ করা হবে।

আইসোলেশন সেন্টারটি পরিচালনার জন্য বাকি প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্য সেবাকর্মী স্বাস্থ্য অধিদফতর হতে নিয়োগ দেয়া হবে।

আইসোলেশন সেন্টারের প্রশাসনিক ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা সশস্ত্র বাহিনী নিশ্চিত করবে।

আরও পড়ুন

×