প্রকাশিত: 22/06/2020
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু ভোটে নির্বাচিত দায়িত্বশীল সরকার থাকলে বিনামূল্যে করোনা চিকিৎসার ব্যবস্থা করতে সহায়তা করত।
যুগ্ম মহাসচিব বলেন, সরকার বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধিতে বাড়িওয়ালারাও ভায়াটিয়াদের কাছ থেকে জোরপূর্বক ভাবে ভাড়া আদায় করছে।
যারা ক্ষুদ্র ঋণগ্রহীতা তাদের সুদ মওকুফের ঘোষণা দেয়া হলেও নানাভাবে তাদের কাছ থেকে সুদ আদায় করা হচ্ছে।এই সরকার অর্থনীতি সচল রাখার জন্য স্বল্পআয়ের মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে।