করোনাকালে দেশে নতুন করে দরিদ্র দেড় কোটিরও বেশি মানুষ

প্রকাশিত: 25/06/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনাকালে দেশে নতুন করে দরিদ্র দেড় কোটিরও বেশি মানুষ

মহামারি করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় দেশে দীর্ঘ মেয়াদে ছুটি এবং লকডাউনের ফলে সাধারন মানুষের আয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ক্ষতির মাত্রা যদি মধ্যম মানের ধরা হয় সেক্ষেত্রে দেশে নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে এসেছে ১ কোটি ৬০ লাখ মানুষ।

আর যদি ক্ষতির সর্বোচ্চ সীমা ধরা হয় সেক্ষেত্রে দেশে দরিদ্র মানুষের সংখ্যা নতুন করে বাড়বে ৩ কোটি ৫৪ লাখ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানর (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন বলেন, গত লকডাউনে দেশে ১ কোটি ৬০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে এসেছে। সাধারণ মানুষের আয় কমে যাওয়ার মধ্যমমান হিসাবে এই সংখ্যা পাওয়া গেছে। 

ড. বিনায়ক সেন বলেন, করোনায় সরকার দরিদ্র মানুষের জন্য যে সহায়তা ঘোষণা করেছে সেটি দারিদ্র্যসীমার কাছাকাছি যারা আছে তাদের জন্য।

কিন্তু যারা আগে থেকেই দারিদ্র্যসীমার নিচে রয়েছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ সময়ে। কোভিড-১৯ না থাকলে বাংলাদেশ ২০৩০ সালের আগেই দারিদ্র্য বিমোচন করতে সক্ষম হতো।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে দারিদ্র্য নির্মূল করতে হলে আগামী ১ দশক গড়ে ৮ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করতে হবে।

আরও পড়ুন

×