প্রকাশিত: 25/06/2020
বৈশ্বিক মহামারি করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে বিএনপির ৭৩ নেতাকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির ২৮৪ জন নেতাকর্মী।
আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির করোনা সেল আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান।
মির্জা ফখরুল জানান, ঢাকা বিভাগে সর্বধিক আক্রান্ত ১০১ জন এবং মারা গেছেন ৩৬ জন।ফরিদপুর আক্রান্ত হয়েছেন ১৫ জন এবং মারা গেছেন ১ জন। চট্টগ্রাম বিভাগে ৫০ জন আক্রান্ত এবং মারা গেছেন ১৪ জন। কুমিল্লা বিভাগে আক্রান্তের সংখ্যা ৫২ জন এবং মারা গেছেন ১৯ জন।
রাজশাহী বিভাগে আক্রান্তের সংখ্যা ৫ জন কেউ মারা যায়নি। খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন ৩০ জন, মারা যায়নি কেউ। ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১০ জন এবং মারা গেছেন ১ জন। সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ২১ জন এবং মারা গেছেন ২ জন।
এসময় মির্জা ফখরুল আরও জানান, এই তালিকার বাইরেও বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন