প্রকাশিত: 28/06/2020
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে নমুনা পরীক্ষার খরচ নিয়ে চিন্তা-ভাবনা করছে সরকার।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জাহিদ মালেক বলেন, সরকারিভাবে ফি নির্ধারণ করা যায় কি না তা নিয়ে আলোচনাও হয়েছে। কিন্তু এখনও কিছু ফাইনাল হয়নি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কোভিড-১৯ নমুনা পরীক্ষা করতে তো অনেক টাকাই লাগে। সব মিলিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায়।
টেস্ট ফ্রি থাকার কারণে অনেক অপ্রয়োজনীয় নমুনা পরীক্ষার বিষয়েও আমরা জানতে পারছি। এক্ষেত্রে যাদের একান্তই নমুনা পরীক্ষা করানো দরকার তাদের জন্য সুবিধা করে দিতেও এমনটা ভাবা হচ্ছিল।