না ফেরার দেশে প্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী

প্রকাশিত: 29/06/2020

নিজস্ব প্রতিবেদন :

না ফেরার দেশে প্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী

না ফেরার দেশে চলে গেলেন প্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। আজ সোমবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার আপন ভাই কবি কামাল নাসের চৌধুরী।

আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি কামাল নাসের চৌধুরীর আপন ভাই। কামাল নাসের চৌধুরী বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ১৯৬১ সালের ১ জানুয়ারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগ থেকে পাস করা আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ১৯৮৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
 

আরও পড়ুন

×