প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : ওবায়দুল কাদের

প্রকাশিত: 01/07/2020

নিজস্ব প্রতিবেদন :

প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : ওবায়দুল কাদের

কোভিড-১৯ পরিস্থিতিতে কোরবানির পশুর হাট স্থাপনে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যত্রতত্র পশুর হাটের অনুমতি দেয়া যাবে না। প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে।

আজ বুধবার সরকারি বাসভবন থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানির পশুর হাট স্বাস্থ্যঝুঁকিকে ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণের আহ্বান জানান মন্ত্রী।

এসময় তিনি আরও জানান, মহাসড়ক ও এর আশপাশে পশুর হাটের অনুমতি দেয়া যাবে না।

আরও পড়ুন

×