করোনা পরীক্ষার টেস্ট বাড়ানোর আহ্বান সেতুমন্ত্রীর

প্রকাশিত: 14/07/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনা পরীক্ষার টেস্ট বাড়ানোর আহ্বান সেতুমন্ত্রীর

করোনার নমুনা পরীক্ষা ক্রমশ কমছে উল্লেখ করে পরীক্ষার হার বাড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ আহ্বান জানান।

তিনি বলেন, পরীক্ষিত নমুনা বিবেচনায় আক্রান্তের হার বেশি, যা অংকের হিসাবে প্রায় চার ভাগের একভাগ। নমুনা পরীক্ষা আরো বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

তিনি আরো বলেন, করোনা পরীক্ষায় ফি নির্ধারণের ফলে অনেক অসহায়, কর্মহীন, দরিদ্র মানুষ করোনার লক্ষণ দেখা দিলেও পরীক্ষা করাতে আসে না। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়, অসহায় মানুষগুলোর সামর্থ্য বিবেচনায় নিয়ে এ বিষয়ে করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।।

আরও পড়ুন

×