প্রকাশিত: 16/07/2020
মোহাম্মদ নাসিম বাংলাদেশকে সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলেতে আজীবন কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
তিনি বলেন, তিনি অসুস্থ থাকার পরও সারা দেশে ঘুরেছেন। আওয়ামী লীগ ও ১৪ দলের নানান কর্মসূচি বাস্তবায়ন করেছেন। দলের ও দেশের প্রয়োজনে লড়াই করা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। মোহাম্মদ নাসিমের মতো নেতার কোন মৃত্যু নেই। তিনি আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
গতকাল বুধবার রাতে ভার্চুয়াল পদ্ধতিতে বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শোক সভায় আমির হোসেন আমু এসব কথা বলেন।
অনুষ্ঠানে মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা এক মিনিট নিরাবতা পালন করা হয়। এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে শোক জানিয়ে তাদের আত্মার মাফফেরাত কামনা করা হয়।