২০২০-২০২১ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের ভ্রমণ ব্যয় হ্রাসকরণ

প্রকাশিত: 20/07/2020

মো. জামাল হোসেন

২০২০-২০২১ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের ভ্রমণ ব্যয় হ্রাসকরণ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভডি -১৯) এর প্রার্দুভাব মোকাবলোয় সরকাররে অগ্রাধিকার খাতসমূহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এ ২০২০-২০২১ অর্থ বছরে সকল সরকারি আধা-সরকারি, স্বায়তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে ৩২৪৪১০১ ভ্রমণ ব্যয় খাতে বরাদ্ধকৃত অর্থ ব্যয়ে সরকার নিম্ন লিখিত সিদ্ধান্ত গ্রহণ করেছেঃ---

১. শুধুমাত্র জরুরী ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ৩২৪৪১০১ ভ্রমণ ব্যয় খাতে বরাদ্ধৃত অর্থ ব্যয় করা যাবে।
২. সরকারি ভ্রমণ এর ব্যয় নির্বাহের ক্ষেত্রে বরাদ্দ কৃত অর্থ এর ৫০% বরাদ্দ স্থগিত থাকবে এবং
৩. সকল প্রকার রুটিন ভ্রমণ পরিহার করতে হবে।
এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

আদেশক্রমে ------
মোঃ তৌহিদুল ইসলাম
উপসচিব
অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ ,

বাজেট অনুবিভাগ -১ , অধিশাখা -১

আরও পড়ুন

×