পাপুলের কারাবাসের মেয়াদ বাড়লো

প্রকাশিত: 20/07/2020

নিজস্ব প্রতিবেদন :

পাপুলের কারাবাসের মেয়াদ বাড়লো

মানবপাচার, মানি লন্ডারিং, এবং ভিসা জালিয়াতির দায়ে কুয়েতে আটক বহুল আলোচিত বাংলাদেশি লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজি শহিদ ইসলামের (পাপুল) অন্তত দুই সপ্তাহ কারাবাসের মেয়াদ বাড়ানো হয়েছে।

জানা গেছে তার অতি চালাকিতে বিস্মিত হয়ে আরও দুই সপ্তাহ সাজা বাড়ানো হয়েছে।যদিও তার আইনজীবির একান্ত আর্জি ছিল যে কোনো শর্তে তার অন্তত জামিন আদায়ের।

পাপুল তদন্ত বা রিমান্ডকালে দেয়া তার বক্তব্য বা স্বীকারোক্তি পুরোটাই অস্বীকার করার চেষ্টা করেন। দাবি করেন, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারও সঙ্গে তার ঘনিষ্ঠতা বা লেনদেনের কোনো সম্পর্কই ছিল না।

আরবি দৈনিক আল কাবাসের আজকের (২০ শে জুলাই) রিপোর্ট মতে, কুয়েতের বহুল আলোচিত পাপুল কেসের মূল অভিযুক্ত বাংলাদেশি এমপি কাজি শহিদ ইসলাম পাপুল এবং তার তিন সহযোগীকে তদন্তের স্বার্থে বন্দি রাখতে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

আরও পড়ুন

×