করোনায় নতুন রোগী ভর্তির চেয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যাই বেশি

প্রকাশিত: 21/07/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনায় নতুন রোগী ভর্তির চেয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যাই বেশি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির চেয়ে হাসপাতাল থেকে ছেড়ে যাওয়া রোগীর সংখ্যা বেশি। গতকাল সোমবার সারা দেশের হাসপাতালগুলোতে যত রোগী ভর্তি হয়েছে এর চেয়ে ২৯৭ জন বেশি রোগী হাসপাতাল ছেড়ে গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে মোট ৪৬৬ জন রোগী ভর্তি হয় এবং হাসপাতাল থেকে ছাড়া পায় ৭৬৩ জন।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা: আয়েশা এসব তথ্য জানিয়েছেন। কন্ট্রোল তথ্য অনুযায়ী, সারা দেশের হাসপাতালগুলোতে গতকাল আইসিইউ বেডে ভর্তি ছিল ২৮৩ জন এবং সারা দেশে সচল আইসিইউ বেড রয়েছে ৫৩৫টি।

উল্লেখ্য, চলতি জুলাই মাসের ২০ দিনে সারা দেশে মোট ৬১ হাজার ৯৭০ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয় এবং সারা দেশে মোট ৮২১ জন করোনা আক্রান্ত হয়ে মারা যায়।

আরও পড়ুন

×