প্রকাশিত: 21/07/2020
কোভিড-১৯ টেস্ট ও ভুয়া রিপোর্ট দিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেফতার রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অপর দুজন হলেন- হাসপাতালটির সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এই রিমান্ড আদেশ দেন।
উল্লেখ্য, গত রোববার দুপুরে হাসপাতালটিতে অভিযান চালায় র্যাব।এ ঘটনায় সোমবার রাজধানীর গুলশান থানায় র্যাব বাদী হয়ে সাত জনের নামে মামলা করে।
র্যাপিড কিট দিয়ে করোনাভাইরাস পরীক্ষা করা, পরীক্ষা ছাড়াই ভুয়া প্রতিবেদন দেয়া, সুস্থ রোগীকে ‘করোনাভাইরাস পজিটিভ’ দেখিয়ে জালিয়াতির অভিযোগ করা হয়েছে মামলায়।