সিনহার সহযোগী শিপ্রা জামিনে মুক্ত

প্রকাশিত: 09/08/2020

নিজস্ব প্রতিবেদন :

সিনহার সহযোগী শিপ্রা জামিনে মুক্ত

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগী শিপ্রা দেবনাথ জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

আজ রোববার বেলা ৩টার দিকে শিপ্রা কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন।জেলা সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রামু থানায় করা মামলায় রোববার শিপ্রার জামিন আবেদন মঞ্জুর করেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক দেলোয়ার হোসেন।

বিষয়টি রোববার দুপুর সাড়ে ১২টায় নিশ্চিত করেছেন শিপ্রার আইনজীবী অরুপ বড়ুয়া তপু। এর পরই তাকে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয়।

শিপ্রা দেবনাথের বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানা এলাকায় এবং তিনি ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী। সে সুবাদে মা-বাবা নিয়ে ঢাকার রামপুরা এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।

এদিকে নিহত সিনহার আরেক সহযোগী সিফাতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় করা মাদক ও অস্ত্র মামলার শুনানি হবে সোমবার। তিনি এখন জেলা কারাগারেই আছেন। আদালত সূত্রে বরাত দিয়ে তার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×