মেজর সিনহা হত্যা মামলা : এপিবিএনের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: 18/08/2020

নিজস্ব প্রতিবেদন :

মেজর সিনহা হত্যা মামলা : এপিবিএনের ৩ সদস্য গ্রেপ্তার

সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত তিন জন হলেন, এপিবিএনের সহকারী উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ।

জানা গেছে মেজর সিনহা হত্যার দিন তারা এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেন। এ নিয়ে মেজর সিনহা হত্যা মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় তার বোনের দাযের করা মামলায় টেকনাথ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।পরে পুলিশের করা মামলার তিন সাক্ষীকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরও পড়ুন

×