ট্রেন ভ্রমণে জাতীয় পরিচয়পত্র রাখার শর্ত বাতিল

প্রকাশিত: 20/08/2020

নিজস্ব প্রতিবেদন :

ট্রেন ভ্রমণে জাতীয় পরিচয়পত্র রাখার শর্ত বাতিল

ট্রেনে যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের শর্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি এই এনআইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ চারজন সদস্যের টিকিট ক্রয় ও ট্রেন ভ্রমণ করা যাবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের গণবিজ্ঞপ্তিতে রেলওয়েতে ভ্রমণকারী যাত্রীসাধারণের ভ্যমণের সময় জাতীয় পরিচয়পত্র সহ ভ্রমণের কথা উল্লেখ করা হয়। এতে করে চরম দূভোর্গে পড়তে হয় যাত্রীদের।এ অবস্থায় যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করার বিষয়টি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

×