প্রকাশিত: 25/08/2020
আজ মঙ্গলবার কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনস্বার্থে পরিস্থিতি বিবেচনা করে শর্তসাপেক্ষে গণপরিবহনে পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়ে চিন্তা করছে সরকার।
পরিবহন মন্ত্রী বলেন, গণপরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলকসহ দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। মালিক-শ্রমিকদের সাথে আলোচনার পর আমি এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং কেবিনেট সচিবের সাথে কথা বলেছি। সিগগিরই এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমন দেশে একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে। প্রতিদিন সংক্রমন ও মৃত্যুর সংখ্যা একটি ট্রেন্ড ধরে এগুচ্ছে। এটি বাড়ছেও না, কমছেও না। বিশ্বের অপরাপর দেশের সহিত তুলনায়ে বাংলাদেশের অবস্থান ভাল হলেও আত্মতুষ্টির সুযোগ নেই। রাজধানী ঢাকায় এর সংক্রমন বৃদ্ধি পেলেও বাইরে বের হলে মনে হবে দেশে কোন করোনা নেই।
তিনি বলেন, অধিকাংশ মানুষ মাস্ক পরিধান না করার কারনে সামনের দিনওগুলোতে ভয়ঙ্কর ঝুঁকি বাড়তে পারে। ইতিমধ্যে অনেক দেশে দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। তাই আমাদের সকলে স্বাস্থ্যবিধি মানা ও বাধ্যতামূলকভাবে পরিধান করে বের হতে হবে। তিনি বলেন, খুব শিগগির করোনা চলে যাবে এমন ভাবনা না ভেবে সকলকে আরো সচেতন হয়ে ঝুঁকি এড়ানোর আহ্বান জানান।