প্রকাশিত: 25/08/2020
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিপারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেন।
তিনি আজ মঙ্গলবার সমাধিতে পুস্পমাল্য অর্পণের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় প্রধানমন্ত্রী সাবেক তথ্য উপদেষ্টা ও দি ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবার সোবহান চৌধুরী, বাংলাদেশ বিএফডিউজে’র যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য আবদুল মজিদ, সচিব মো. শাহ আলম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কে সাংবাদিক আর কে সাংবাদিক না এটা আমিও হলফ করে বলতে পারিনা। আমরা প্রেস কাউন্সিল থেকে দ্রুত একটা নীতিমালা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি।
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আত্মসীকৃত খুনিদের বিচার করা হয়েছে এবং অনেকের রায় কার্য
করও হয়েছে। যারা বিদেশে আছে তাদের খুঁজে বের করে দেশে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান।