আমরা সবাই দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট:ভিপি নুর

প্রকাশিত: 30/08/2020

নিজস্ব প্রতিবেদন :

আমরা সবাই দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট:ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নূরুল হক নূর বলেছেন, বর্তমানে আমরা সবাই দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। এখানে শুধু রাজনৈতিক দল বা ভিন্নমতের মানুষই নয়, আজ সাংবাদিকরাও রেহাই পাচ্ছেননা এই দুঃশাসনের যাঁতাকল থেকে।

আমরা দেখলাম সাংবাদিক কাজল ভাইকে কীভাবে সীমান্তের ওপারে নিয়ে গিয়ে নাটক সাজানো হলো। এরকম অসংখ্য ঘটনা ঘটছে আমাদের চারপাশে, আমি শুধু একজন সাংবাদিক ভায়ের কথাই উল্লেখ করলাম।

শনিবার রাতে গণসংহতি আন্দোলনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সংকটে দেশ ও জনজীবন: মুক্তি কোন পথে?’ শীর্ষক অনলাইন আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ড দীর্ঘদিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত এর একটা তদন্ত প্রতিবেদন প্রকাশ পায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা জাতি গড়ার কারিগর, তারা ফেসবুকে দুই চার লাইন লিখলে তাদের কারাগারে যেতে হচ্ছে।

ভিপি নূর বলেন, আজ ছাত্র সমাজের একজন নেতা হওয়ায় প্রতিনিয়ত অনিশ্চিত জীবন কাটাতে হয়।  আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় কখন যে আমরাও গুম হবো এই শংকায় জীবন কাটাতে হয়।

আরও পড়ুন

×