প্রকাশিত: 31/08/2020
ছাপা পত্রিকার ই-পেপার অনলাইনে প্রকাশের জন্য নতুন করে নিবন্ধন লাগবেনা। তবে প্রিন্ট ও অনলাইন ভার্সনে ভিন্নতা থাকলে পত্রিকার অনলাইন ভার্সনের জন্য নিবন্ধন করতে হবে। টেলিভিশন ও বেতার নিউজ হিসেবে চালালেও পৃথকভাবে নিবন্ধন করতে হবে।
এসব বিধান করে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ সংশোধন করেছে সরকার। এজন্য সংশোধিত এই নীতিমালার খসড়া আজ সোমবার মন্ত্রীসভায় অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চ্যুয়ালে প্রধানমন্ত্রী যুক্ত হন। মন্ত্রী ও সচিবেরা সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে বৈঠকে যোগ দেন এবং মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রীসভা বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।
খসড়া নীতিমালা অনুযায়ী আইপিটিভি ও ইন্টারনেট রেডিও নিবন্ধন নিয়ে চালানো যাবে। তবে এগুলো সংবাদ প্রচার করতে পারবে না। শুধু নীতিমালার সহিত সামঞ্জস্য রেখে অন্যান্য অনুষ্ঠান প্রচার করতে পারবে।