প্রকাশিত: 31/08/2020
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বিপদে-আপদে তোমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। ধান কাটার মৌসুমে তোমরা যেমন কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে তাদের ঘরে পৌঁছে দিয়েছে, এজন্য তোমাদের ধন্যবাদ। এতে আমি অত্যন্ত আনন্দিত।
শেখ হাসিনা বলেন, এটা সারা দেশের নেতাকর্মীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কোন কাজ যে অবহেলার নয়, তা তোমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছ। বন্যার সময় এই ছাত্রলীগ কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে।
সোমবার বিকেলে জাতীয় শোক দিবসে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ (ভার্চুয়াল) করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ ছাত্রলীগের কর্মীরা করোনাকালে লাশ দাফনে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে। যারা হাত পাততে পারেনা, গোপনে তাদের সহযোগিতা করেছে। এভাবেই তোমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধুর জীবন থেকে তোমরা শিক্ষা নেবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতই গলাবাজি করুক সত্যকে তারা চাপা দেবে কিভাবে? ১৫ আগস্টের খুনিদের জিয়া সবরকমের সহযোগিতা করেছে। খুনিদের এগিয়ে যেতে বলেছে। তাই বিএনপি এসব অস্বীকার করতে পারেনা। দেশে গুম, খুনের রাজনীতি জিয়াউর রহমানের হাত দিয়ে শুরু হয়েছে। ক্ষমতায় বসে আওয়ামী লীগ প্রতিশোধ নিতে যায়নি। বরং কাজ করেছে দেশের স্বনির্ভরতা অর্জনে।