মন্ত্রীসভার রদবদল ও দলের শূন্য পদ পূরণ সামনে

প্রকাশিত: 01/09/2020

নিজস্ব প্রতিবেদন :

মন্ত্রীসভার রদবদল ও দলের শূন্য পদ পূরণ সামনে

করোনায় আর্থসামাজিক ব্যবস্থার পাশাপাশি প্রত্যেক দলের রাজনীতিতেও স্থবিরতা নেমে আসতে শুরু করলেও সরকারি দল আওয়ামী লীগ আগামী দুই মাসে আস্তে আস্তে স্থবিরতা কাটাতে চাইছে। এজন্য দলের বিভিন্ন শুন্য পদগুলো পূরণের জন্য পরিকল্পনা করছেন দলের নীতিনির্ধারকরা। এছাড়া করোনায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ আরো কিছু মন্ত্রণালয়ের সমালোচনার ফলে মন্ত্রীসভায়ও রদবদলের সম্ভাবনা আছে বলে দলের নেতাদের মাঝে আলোচনায় স্থান পাচ্ছে।

আওয়ামী দলীয় সূত্র থেকে জানা যায়, সেপ্টেম্বরের মাঝামাঝিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠক থেকে সাংগঠনিক কর্মকান্ড জোরদারের নির্দেশ আসতে পারে। এরপর মন্ত্রীসভায়ও রদবদলের সম্ভাবনা রয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর দু'জন সদস্য মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুন এবং নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমেদ কামরান মারা গেছেন। এছাড়া গত অক্টোবরে জাতীয় সম্মেলনে চারটি পদ ফাঁকা ছিল। সব মিলিয়ে মোট সাতটি পদ খালি রয়েছে। অনেক জেলা কমিাট ও কয়েকটি সহযোগী সংগঠনে শুধু সভাপতি- সাধারণ সম্পাদক নির্ভর কমিটি রয়েছে, যা পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয় নাই।

আরও পড়ুন

×