প্রকাশিত: 01/09/2020
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে তাদের নিকট বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে পূন:উর্দ্ধার করা। একাত্তর সালে যে চেতনা নিয়ে এদেশের মানুষ সংগ্রাম করে দেশটাকে স্বাধীন করেছিল সে অধিকারগুলো ফিরিয়ে দেওয়া।
আজ মঙ্গলবার দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশে ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে পুন:উদ্ধার করতে হবে এবং বেগম খালদা জিয়াকে মুক্ত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
এসময় সাংবাদিকরা বেগম জিয়ার মুক্তির ব্যাপারে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সব সময় বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। সে তার প্রাপ্য জামিনটা পাচ্ছেন না। আমরা আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং বেগম জিয়া মুক্তি পাবেন।